ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গাবতলীতে মহিলাদল এর আলোচনা সভা ও দোয়া মাহফিল

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ

মোঃ মিনারুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঃ

১৫ই আগষ্ট-২০২৫ইং শুক্রবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর মহিলাদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
এ উপলক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা মহিলাদল এর সভানেত্রী সুরাইয়া জেরিন রনি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, মুঞ্জুর মোরশেদ, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আল আমিন লেমন, বিএনপির নেতা তাজুল ইসলাম, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক মাজেদা ইয়াসমিন টুনি, সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, যুবদল নেতা আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা পৌর যুবদলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লেমন, মহিলাদল নেত্রী নারর্জিনা আক্তার, সুমাইয়া আক্তার, শাবানা আক্তার সহ উপজেলা-পৌর ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
শেষে দেশ-জাতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা-দীঘায়ু কামনা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এরপর উপজেলা ও পৌর মহিলা দলের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।