চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ১৩/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলার মান উন্নয়ন ও অপরাধ দমনের উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হয়। লালমনিরহাটের সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয় সভায় সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, এ কে এম ফজলুল হক; সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, জয়ন্ত কুমার সেন’সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীদের দ্রুত গ্রেফতারের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই আলোচনার মূল লক্ষ্য ছিল জেলায় অপরাধ প্রবণতা কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :