ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

✒ শিরিন আক্তার,গাইবান্ধা :  প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

শিরিন আক্তার,গাইবান্ধা :  প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আজ সোমবার সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.খোরশেদ আলম,রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।মেলায় ফলজ,বনজ ও ঔষধি গাছের ৪৫টি স্টল বসানো হয়েছে।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গূরুত্ব অপরিসীম। তারা বলেন,প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে আপনার চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনজ,ফলজ,ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করতে হবে।যেন মনের খোরাকের সাথে সাথে অর্থ উপার্জন করা যায়