ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শ্রদ্ধা ও সমীহ হারাচ্ছেন সাংবাদিকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

উপ-সম্পাদকীয় (মিজানুর রহমান রাঙ্গা): গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, পেশাদারিত্বের ভাবনা থেকে সরে এসে ফেসবুক সাংবাদিকতা, টিকটক করা, ভিউ বাড়ানোর প্রবণতা আর অনিষ্ট চিন্তা ভাবনার কারণে দিন দিন শ্রদ্ধা ও সমীহ হারাচ্ছেন সাংবাদিকেরা। সেই ছোটবেলা থেকেই লক্ষ্য করে আসছি, সাংবাদিকদের মানুষ সমীহ করেন। মন থেকে সমাজের মানুষ সাংবাদিকদের শ্রদ্ধার আসনে রাখেন। কিন্তু এখন তার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সমাজে।
এছাড়া আরেকটি বিষয় উদ্যোগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, তা হলো অতি স্বাধীনতা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকতায় এমন স্বাধীনতা এসে গেছে, যা কিছু ইচ্ছামতো করা যাচ্ছে, লেখা যাচ্ছে, বলা যাচ্ছে। ঘটনার মূল বিবরণের তথ্য উপাত্ত, দায়বদ্ধতা ও সাংবাদিকতার নীতিমালা লক্ষ্য করা হচ্ছে না। ঘাড় পাকির ভয়ে ১৭ বছর ঘুমিয়ে থাকলো যে সাংবাদিকরা, যাদের নিউজে শুধু লেবুর চাষ, মাসকলাইয়ের চাষ, ধানে পোকার আক্রমণ-এমন নিউজ শোভা পেতো, তারা বর্তমান সময়ে সেই প্রতিবাদী সাংবাদিক হয়ে গজিয়েছে। সাংবাদিকতায় স্বাধীনতা এসেছে বলে এমন করতে হবে?
ধারণা করা হচ্ছে, সারা দেশের সাংবাদিক পরিচয় দানকারী এক শ্রেণীর অপরাধ চক্রবাহিনীর দৌরাত্ম দিন দিন বেড়ে যাচ্ছে। নিজের ফেসবুক ওয়ালের ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তারা নানা অপকৌশল অবলম্বন করছেন। ন্যায় নীতি মানবতা এখানে প্রায়োরটি পাচ্ছে না। এটা অবশ্যই ভয়ঙ্কর। দিন দিন যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে এমন বিষয়। মূলত এসব কারণে প্রকৃত পেশাদার ও শ্রদ্ধেয় সাংবাদিকগণ সহানুভূতি ও শ্রদ্ধা হারাচ্ছেন। তাই ভালো সাংবাদিকতা, ন্যায় নীতি, মানবিক সাংবাদিকতা প্রতিষ্ঠা বিষয়ে এখনই ভাবতে হবে। না হলে লেখালেখির এই অতি স্বাধীনতা রক্ষা করাই হয়তো কঠিন হয়ে দাঁড়াবে।