ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের অভিযানে ০২ জন সাজাপ্রাপ্তসহ ০৭ আসামি গ্রেফতার

✒ আহসান হাবিব শিবলু, বগুড়া: প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

আহসান হাবিব শিবলু, বগুড়া: গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নির্দেশনায় (১০ আগস্ট ২০২৫) গাবতলী মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ০৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারকৃতরা হলেন— দোয়ারপাড়া গ্রামের মৃত ধলু মিয়ার পুত্র মোঃ আফু মিয়া (৫২) এবং কাগইল ইউনিয়নের কৈঢপ গ্রামের সাদেক আলীর পুত্র জয়নাল আলী মন্ডল। জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃতরা হলেন— চাকলা দক্ষিণপাড়া গ্রামের আজিজার রহমানের পুত্র মোঃ আনোয়ার হোসেন ওরফে মিঠু ওরফে মধু (৪৫) এবং একই গ্রামের চান মিয়া প্রামাণিকের পুত্র নাজু মিয়া। সিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত হলেন— দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের আব্দুর রহিমের পুত্র মোঃ ফরহাদ হোসেন। এছাড়া, একাধিক মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন— মাঝবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস শাহ এর পুত্র উকিল শাহ (৩৭) এবং লস্করীপাড়া গ্রামের মৃত হাসান আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম, যাকে জামির বাড়িয়া এলাকা থেকে ধরা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে নিয়মানুসারে বিজ্ঞ আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে। ওসি সেরাজুল হক বলেন, গাবতলী মডেল থানা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বদ্ধপরিকর। এ অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা ছিল প্রশংসনীয়। অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।