ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কাতারে অস্ত্র চোরাচালান চক্রের ৫ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার

✒  মো: লুৎফুর রহমান রাকিব প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

 মো: লুৎফুর রহমান রাকিব : আন্তর্জাতিক প্রতিনিধি সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পরিচালিত অভিযানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন কাতারি নাগরিক। গ্রেপ্তারকৃতরা দেশে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র চোরাচালান ও বেচাকেনায় জড়িত ছিল। বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া সম্পন্ন করতে জনঅভিযোগ প্রসিকিউশনে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত অস্ত্রের মালিকানা বা বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হবে।