ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা; গ্রেফতার-১

✒  চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

 চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামে মোঃ হেলাল হোসেন কবির (৩২) নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে প্রাণ বাঁচাতে এগিয়ে এলে মারধরের শিকার হন সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবিরের মাও। এই ঘটনায় লালমনিরহাট সদর থানার পুলিশ মোঃ সোহরাব হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে। আহত সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির সাপ্তাহিক আলোর মনি নামের একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক ও মাতৃভূমি’র জাতীয় দৈনিক চিত্র পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালের ভর্তি রেজি: নং-৪১৬০/১৯০, বেড নং-এক্সটা-০৪, তারিখ- ০৯/০৮/২০২৫ইং হতে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে উক্ত সাংবাদিককের মা ছামছুন্নাহার বেগম লুসি (৫৫) ও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) রাতে পেশাগত কাজে লালমনিরহাট জেলা শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির। এ সময় একই এলাকার মোঃ মকবুল হোসেন (৭৫) ও তার ৪ছেলেসহ তাদের স্বজনরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মোঃ হেলাল হোসেন কবিরের চিৎকারে তার মা ছামছুন্নাহার বেগম লুসি (৫৫) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে মা ও ছেলেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন- মোঃ সোহরাব হোসেন (৫০), মোঃ আব্দুল আজিজ ওরফে আব্দুক জুররু (৪০), মোঃ আবুল হোসেন বিদেশি (৪৬), মোঃ তোজাম হোসেন (৪৫), মোঃ মকবুল হোসেন (৭৫), মোঃ মফিজুল রহমান পুতুল (৫৪), মোছাঃ সুফিয়া বেগম (৪০), মোঃ সুমন (১৮), মোছাঃ শিউলি বেগম (২৮), মোছাঃ ছামছুন্নাহার বেগম (৪২), মোছাঃ শ্যামলী বেগম। তন্মধ্যে পুলিশ রাতেই মোঃ সোহরাব হোসেন (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী জানান, মামলার পর পরই একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।