ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

✒ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার:  প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্ধার সাঘাটার রামনগর গ্রামের নজরুল ইসলাম সরকার’র পুত্র মো. মিলন সরকার দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে মিলন সরকাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম।