ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

✒ মোঃ আফতাবুল আলম,রাজশাহী: প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

মোঃ আফতাবুল আলম,রাজশাহী: রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আজ ৯/৮/২০২৫ ইং শনিবার বিকাল ৫:০০টায় রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তিনি চ্যাম্পিয়ন ও রানার্সপ দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার,রাজশাহী ও সভাপতি,রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা,উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরেজাউল মাকছুদ জাহেদী,সচিব, স্থানীয় সরকার বিভাগ, আরো উপস্থিত ছিলেন আফিয়া আক্তার, জেলা প্রশাসক, রাজশাহী। মাননীয় উপদেষ্টা সাংবাদিকদের বলেন রাজশাহীর ক্রীড়ঙ্গনকে গতিশীল করতে সম্প্রীতি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার একটি অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।যেখানে আহবায়ক করা হয়েছে বিভাগীয় কমিশনারকে তিনি রাজশাহীর ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।