ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শিরিন আক্তার, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনর পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন , পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা,
বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির,সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব,রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এ সময়, উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মী সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা, গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
আপনার মতামত লিখুন :