ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ আফতাবুল আলম,রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলা দেশ কোল্ড ষ্টোর নিরাপত্তারক্ষী ১৮ জন শ্রমিক কে অস্ত্রের মুখে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত অনুমান দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দেশ কোল্ড ষ্টোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং গুরুত্বপূর্ণ মেশিন পার্স খুলে নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান ও দেশ কোল্ড ষ্টোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বজলুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেশ কোল্ড ষ্টোর কর্মরতরা জানান, বুধবার দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত কোল্ড ষ্টোরের সামনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী১৮ জন শ্রমিক কে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা তাদের কে বেধে রেখে কোল্ড ষ্টোর এর পাওয়ার হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে রক্ষিত নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট শ্রমিক সরদার নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। দেশ কোল্ড ষ্টোর ব্যাবস্থাপনা পরিচালক বজলুর রহমান জানান, কোল্ড ষ্টোর প্রবেশ করে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিক কে জিম্মি কোল্ড ষ্টোর পিছনের ফটক ভেঙ্গে রাত আনুমানিক দেড়টার দিকে ৩০-৩৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল কোল্ড ষ্টোর ভিতরে প্রবেশ করে। এসময় নিরাপত্তারক্ষীসহ শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে মধ্যে আটকে রাখে। পরে ডাকাত দল কোল্ড ষ্টোর তালা ভেঙ্গে হাউজের গান মেটাল জার্নাল বেয়ারিংসহ ওয়ার্কসপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে বের হয়ে যায়। ভোরের দিকে একজন শ্রমিক কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দেয়। খবর পেয়ে দেশ কোল্ড ষ্টোর কর্মকর্তা ও কর্মচারীরা এসে পুলিশকে জানায়।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) আতাউর রহমান, বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে কোল্ড ষ্টোর আভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দেশ কোল্ড ষ্টোর সূত্র আরো জানায়, বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ডাকাতির ঘটনায় প্রাথমিক কোল্ড ষ্টোর কর্তৃপক্ষ কি পরিমান মালামাল লুট হয়েছে তা জানাতে পারেনি।
আপনার মতামত লিখুন :