ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সাভারে পানি বন্দি মানুষের পাশে দাড়ালেন মেয়র প্রার্থী খোরশেদ আলম

✒মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : সাভারে টানা বর্ষণে ফলে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পৌরসভার উত্তর জামসিং এলাকায় পানিবন্দি প্রায় অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়ে লায়ন খোরশেদ আলম বলেন, পানিতে আটকে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি পাশে থাকার, এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।এসময় স্থানীয়রা বিএনপি নেতা খোরশেদ আলমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন শুকুরজান-জিন্নত আলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।