ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আবুল কালাম আজাদ
যুগ্ম সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি।
সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পলাশবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে বিএনপি ও ছাত্র-জনতাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে ৫ আগস্টের একদফা আন্দোলনের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক পথের সূচনা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এই বিপ্লব কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রার প্রতীক।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাবেক সভাপতি শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, বিএনপি নেতা আজাহার আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন মণ্ডল, এবং ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার।
র্যালিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, তারেক রহমানের সাহসী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দুরদর্শিতার কারণেই এই জুলাই বিপ্লব সফল হয়েছে। এটি দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
আপনার মতামত লিখুন :