ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা – তীব্র নিন্দা বিএসকেএফ “এর

✒ মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:  প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (বিএসকেএফ) এই বর্বরোচিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সাংবাদিক নেতারা তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজন সাংবাদিকের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধুমাত্র ব্যক্তিগত হামলা নয়, এটি সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সাংবাদিক সমাজ কোনোভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন তারা।
তারা আরও বলেন সকল সাংবাদিকের নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সদা সচেষ্ট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।