ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ছাত্র জীবনের প্রথম অর্জনে মাহফুজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন

✒ বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ও সাংবাদিক জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদের জ্যেষ্ঠ পুত্র মোঃ মাহফুজুর রহমান তাঁর ছাত্র জীবনের এক গৌরবময় অর্জন সম্পন্ন করেছেন।

স্কুল অব দ্য হোলি কুরআন, বগুড়া-তে ২০২৪ সালের বাৎসরিক পরীক্ষায় কেজি শ্রেণিতে অংশগ্রহণ করে মাহফুজুর রহমান প্রথম স্থান অর্জন করে অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন।

এই কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে মাহফুজুর রহমান তার মেধা, মনোযোগ ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষাজীবনের শুরুতেই এমন অর্জন ভবিষ্যতে তার আরও উচ্চতর সফলতার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

তাঁর এই কৃতিত্বপূর্ণ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং গোবিন্দগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ভবিষ্যতে সে যেন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে, এই কামনাই করেন সকলে।