ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বিএনপি নেতা দেলোয়ার হোসেন উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত

✒ আজাদ হোসেন আওলাদ মিয়া ,স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ

আজাদ হোসেন আওলাদ মিয়া ,স্টাফ রিপোর্টারঃ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কিশোরগঞ্জ উপজেলা সদস্য সচিব দেলোয়ার হোসেনের উদ্যোগে ৫ আগস্ট মঙ্গলবার দুপুর ৪ ঘটিকায় কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠে গণসমাবেশে অনুষ্ঠিত হয়। গণসমাবেশের আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও কন্ঠ শিল্পী বেবী নাজনীন।এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল সুপার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ,উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আনার হোসেন আমির ,উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব ময়না সহ প্রমুখ। বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন এই আন্দোলন কোনো একেক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র-জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন।এ অভ্যুত্থানের ভেতরে যে রাজনৈতিক স্রোত কাজ করেছে, তার মূল সঞ্চালক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভূমিকা অনস্বীকার্য।