ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আসফ কর্মকর্তা সোহেল প্রামাণিক আহত, চিকিৎসাধীন পাবনায়

জাকির হোসেন প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ)-এর রাজশাহী ও খুলনা বিভাগীয় স্পেশাল টিমের অফিস সেক্রেটারি মোঃ সোহেল প্রামাণিক আহত হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত ২৫ জুলাই ঈশ্বরদীতে পারিবারিক একটি ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনায় সোহেল প্রামাণিক থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর ৫ আগস্ট সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে কিছু লোকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং শারীরিকভাবে আঘাত করার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে সবাই দোয়া চেয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।