ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

আজকাল কালহীন আমি

✒ যুবক অনার্য প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

যুবক অনার্য

এমন এক পৃথিবী যেখানে একবারও নিঃস্বাস না নিয়ে চলে যেতে হয়

এমন এক জীবন যেখানে একবারও বেঁচে না থেকেই মরে যেতে হয়

এই যে বেঁচে থাকা নিঃশ্বাস তারপর বেঁচে না থেকেই মরে যাওয়া- এসব হয়তো লাগছে কবিতার মতো কিছু

কবিতা- সেও এক আশ্চর্য অলিখন যাকে লিখতে চেয়ে কতো সহস্রদূর চলে যেতে হয়

অথচ আমি দূরত্বের অধিকতর অতিক্রম করে দেখি- কবিতারও আগুন লেগেছে ঘরে

কবিতা নিজেই বুঝি বড্ড কাব্যহীন আজকাল

আজকাল কবিতার মতো নারীকেও রমণঅযোগ্য বলে মনে হয়

মনে হয়- নারী নয় কবিতা নয় এমনকি ঈশ্বরও নয়

আজকাল আমাকে ঘিরেই যেনো সব অপচয়

আমাকে ঘিরেই যেনো সত্যেরা মিথ্যে আর মিথ্যেরা সত্য বনে যায়

কেননা আজকাল কালহীন আমি যেনো সমগ্র অস্তিত্ব জুড়ে এক অনন্ত বিষ্ময়