ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সৌদি আরব জেদ্দা বাংলাদেশের কনস্যুলেট এক চক্র থেকে নির্যাতিত মেয়ে সেলিনাকে উদ্ধার করার হয়

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

ঘটনার সূত্রপাত – সেলিনার মায়ের ভাষ্য অনুযায়ী প্রায় দেড় মাস আগে সেলিনাকে একটা মক্তব থেকে ভালো বেতনে কাজ দিবে বলে বের করে নিয়ে এসে নিজেদের সাথে রাখে। নিজেদের সাথে রাখার পর ১০ দিন ঠিকঠাক ভাবে সেলিনা বাসায় কথা বলতে পারেন তার মায়ের সাথে । এক পর্যায়ে তারা সেলিনাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেলিনাকে দিয়ে করানো হয় অনৈতিক কাজ। সেলিনা রাজি না হলে তাকে মেরে আহত করে তার বাড়িতে কল দিয়ে চাওয়া হয় ৩ লক্ষ টাকা। সেলিনার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেলিনার উপর চলে নির্মম নির্যাতন। পাশাপাশি অনৈতিক কাজে বাধ্য করা। মেয়ের এই অবস্থা দেখে তারা বুঝতে পারে মেয়ে ভালো জায়গায় নেই। তখন তারা আমাদের পেজের সহযোগিতা নেন। আমরা বিস্তারিত খতিয়ে দেখে ঘটনার সত্যতা পেলে, সবার সামনে তুলে ধরি। ইসমাইল এবং সাবিনার আসল চরিত্র সবার সামনে প্রকাশ করি। তাদের আসল চরিত্র প্রকাশ পেলে তারা আরো ক্ষিপ্ত হয়ে যায়। নানা ধরনের হুমকি দিতে থাকে আমাদেরকে এবং সেলিনার পরিবারকে।

এক পর্যায়ে এই চক্র আমাদের নামে মিথ্যাচার এর অভিযোগ নিয়ে জেদ্দা কনস্যুলেট গেলে সেখানে সব সত্য প্রকাশ করে দেন সেলিনা। জেদ্দা কনস্যুলেটকে আগে থেকেই আমরা এই বিষয়ে অবগত করে রাখি। সেলিনাকে জেদ্দা কনস্যুলেট নিজেদের তত্বববধানে নিয়ে নেন। এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আপনার আমার আশেপাশেই এরকম ইসমাইল এবং সাবিনারা ছড়িয়ে ছিটিয়ে আছে। যাদের আমরা খালি চোখে দেখি না। তাদের উপরে এক, ভেতরে আরেক। তাদের চিহ্নিত করুন । সৌদি আরবে অপরাধ মুক্ত বাংলাদেশী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করুন। ধন্যবাদ।