ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে বাধা—পল্লী বিদ্যুতের ৩৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ‘জুলাই যোদ্ধা পরিবার’-এর

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড প্রকল্পের নির্ধারিত স্থানে পল্লী বিদ্যুতের ৩৮টি অবৈধ সেচ সংযোগ বিচ্ছিন্ন ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘জুলাই যোদ্ধা পরিবার’।সোমবার (২৯ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে সংগঠনের পক্ষে জানানো হয়, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সরকারি জমিতে এক শ্রেণির ভূমিদস্যু অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে জমি দখল করে রেখেছে। ফলে এই অঞ্চলে ইপিজেড বাস্তবায়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার কারণে প্রকল্প এলাকা উচ্ছেদে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং সরকারি সম্পত্তি অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এসব সংযোগ বিচ্ছিন্ন করে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।