ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

আড়াবাড়ি প্রধান সড়কের বেহাল দশায় বিপাকে হাজারো মানুষ

✒  ‎মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‎ প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ

 ‎মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‎ ‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪নং ‎মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আড়াবাড়ি এলাকার প্রধান সড়কের চরম বেহাল অবস্থা এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ‎সামান্য বৃষ্টিতেই এই সড়কে জমে যায় হাঁটুসমান পানি যা,মানুষের চলাচলকে করে তোলে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য, আর ছোট কোন যানবাহনের তো এ পথে চলাচল সোনার হরিণ। ‎ ‎সরেজমিনে গিয়ে দেখা যায়, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার শ্রমজীবী মানুষ, যারা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে গিয়ে পড়েন চরম দুর্ভোগে। পাশাপাশি কোমলমতি স্কুল মাদ্রাসা পড়ুয়া শিশুরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বৃষ্টির দিনে তাদের অবস্থা আরও করুণ হয়ে ওঠে। এই পানিতে বইপত্র ও কাপড় নষ্ট হয় অহরহ। ‎ ‎ অত্র এলাকায় বসবাসকারী এলাকাবাসীর দাবী, দীর্ঘদিন ধরে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সড়কের উন্নয়নে কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ‎তাদের দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার করা হোক এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হোক, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।