ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১, আহত-২০

খাগড়াছড়ি প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১, আহত-২০ খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১জন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছেন। রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা(৪৬) গাজীপুরের তোহালতপুর এলাকার আলফাস সরকারের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। পুলিশ ও আহত যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টায় দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি এক্সপ্রেসের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টের পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মাসুদ রানা নামে একজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ৬জনকে মাটিরাঙ্গা ও ৮জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।