ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রক্ত দানে এগিয়ে এলেন মোহাইমিনুন ইসলাম রিমন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ

আজ ২৭শে জুলাই ২০২৫ইং রোজঃ রবিবার সন্ধ্যায় হঠাৎ ফোন কল আসে আমার কাছে ১নং পদুমশহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক

মাহমুদ হাসান মিনু ভাইয়ের
সে বলেন তার মামি র জন্য আর্জেন্ট O+ পজিটিভ রক্ত প্রয়োজন
আমি মো: মোহাইমিনুন ইসলাম রিমন সভাপতি ছাত্রদল বোনাপাড়া সরকারি কলেজ শাখা
তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করি ও গ্রুপে পোস্ট করি
ইনশাআল্লাহ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ম্যানেজ করতে সক্ষম হয়েছি
রক্তদান করছেন
মো: জাফর আলী
সাধারণ সম্পাদক
ছাত্রদল বোনারপাড়া সরকারি কলেজ শাখা

ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয় , এটি একটি মানবিক চেতনার শক্তিশালী প্ল্যাটফর্ম
মানুষের বিপদে আপদে কষ্টে দুঃসময়ে ছাত্রদলের সৈনিকরা সবসময় প্রস্তুত।

সাধারণ সম্পাদক জাফর আলী এই মানবিক দৃষ্টান্ত আমাদের গর্বিত করে —-
রক্তদানের মত মহৎ কাজ করে তিনি প্রমাণ করেছেন ছাত্রদলের রাজনীতি মানেই মানবতার রাজনীতি ।
আসুন, আমরা সবাই এই ধরনের ভালো কাজে উৎসাহিত হই
একজন মানুষের জীবন বাঁচানো মানেই এক পৃথিবীকে বাঁচানো 🪩 🇧🇩🖤
ধন্যবাদ@…