ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন পিয়ারুল

✒  মোঃ আফতাবুল আলম রাজশাহী: প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ

 মোঃ আফতাবুল আলম রাজশাহী: রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল। পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, ২৪ জুলাই রাত প্রায় বারোটা নাগাদ ডিএনসি তার বাসায় নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে এবং তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে অভিযান হয় রাত ১২টার পর। পিয়ারুল মাদক ব্যবসায়ে দীর্ঘদিন নজরাপ্ত থাকায় তারা সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে প্রতিবেশীদের উপস্থিতিতে তল্লাশি করেন। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ৬টার পর সাক্ষীর সঙ্গেই জব্দ তালিকা তৈরি করে অভিযান শেষ করে চলে আসেন। রাহান বলেন, অপপ্রচার পরিবেশিত হয়েছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই করেছে, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে।