ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা এ্যাড. মিজান গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সহ সভাপতি, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুলাই) বিকেলে পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি জানান, অ্যাড. মিজানকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।