ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

মোকামতলায় হুইলচেয়ার বিতরণে মুখর ভালোবাসা — আবাম ফাউন্ডেশনের মানবিক ছোঁয়া

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ণ

মোঃ মিনারুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঃ

২০ জুলাই ২০২৫, রবিবার
বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ আবারও প্রমাণ করলো—মানবতা এখনও বেঁচে আছে।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের শারীরিকভাবে অক্ষম মোঃ তৌহিদ ইসলামের জীবনে ফিরলো নতুন আলো। দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম এই তরুণকে একটি হুইলচেয়ার উপহার দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা।

উপকারভোগী তৌহিদ ইসলাম আবেগে বললেন, “হুইলচেয়ার নয়, এটা যেন আমার জীবনের নতুন শুরু। আমি আবারও স্বাধীনভাবে চলতে পারবো, ইনশাআল্লাহ।” তার চোখেমুখে ছিলো স্বপ্ন, কৃতজ্ঞতা আর নতুন করে বাঁচার স্পৃহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শামছুল আলম খান মুরাদ। উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা—হাফেজ মাওলানা জাকিরুল ইসলাম, হাসানুজ্জামান মাসুদ, রায়হান আলী ও এনামুল হক।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, “আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই। শুধু সহায়তা নয়, আমরা পৌঁছে দিতে চাই ভালোবাসার গান।” এ সময় স্থানীয় জনগণ আবাম ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই জানান, সমাজে এ রকম মানবিক কাজ আরও ছড়িয়ে পড়লে অসহায় মানুষগুলো নতুন করে বাঁচার সাহস পাবে।

আবাম ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এটি সমাজের অন্য সংগঠন ও প্রতিষ্ঠানের জন্যও একটি বার্তা—সহানুভূতিই মানবতার সর্বোচ্চ রূপ।