ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ২৩শে জুলাই, ২০২৫

সৌদি আরব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি :-

বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা সৌদি আরব কর্তৃক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (জাতীয় পাঠক্রম ), জেদ্দা-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী ২৬ জন শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রী ও তাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এই আয়োজনকে অত্যন্ত আনন্দদায়ক ও প্রেরণাদায়ক বলে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

মান্যবর কনসাল জেনারেল মহোদয় শিক্ষার্থীদের হাতে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করেন এবং সফলতার জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে উচ্চতর, কারিগরি শিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের আলোকবর্তিকা, যারা দেশপ্রেম উদ্ভুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, দেশ গঠনে ভূমিকা রাখবে। ২০২৪ এর জুলাই আগষ্ট এবং ইতোপূর্বে বিভিন্ন আন্দোলনে তরুণদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি ছাত্রছাত্রীদের বাংলাদেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহবান জানান।

এই অনুষ্ঠান প্রবাসে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও বাংলাদেশের সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে কনসাল জেনারেল মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।