আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সেলিম মিয়া (৩৮) নামে এক ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সেলিম মিয়া ওই এলাকার মৃত ফকির উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে ভিসার নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সেনা ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত। সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে কিশোরগঞ্জ থানা পুলিশও অংশ নেয়। ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সেলিম মিয়ার বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা রয়েছে। গ্রেফতারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে চাকরির আশায় থাকা মানুষদের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছিলেন। তার এই কর্মকাণ্ডে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভিসা বা বিদেশে চাকরির প্রলোভনে কাউকে টাকা না দিতে এবং এ ধরনের প্রতারকদের বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে জনগণকে সচেতন থাকতে হবে।
আপনার মতামত লিখুন :