ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী কে তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। এ গোসল করে ইতিমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও গণমাধ্যমে ভাইরাল হয়েছেন। ১৮ জুলাই শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক। এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনও প্রশান্তি মিলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে তাকে তালাক দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে দুধ দিয়ে গোসল করেছি। স্থানীয়রা জানায়, তরফপাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া ১১ মাস আগে একই গ্রামে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর সাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময় মোহরানার সব টাকা বুঝিয়ে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে গত শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। তখন গ্রামের উৎসুক জনতার ঢল নামে। ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :