ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

পলাশবাড়ী’তে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

✒ মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার: প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:০০ অপরাহ্ণ

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, নৈরাজ্য, প্রকাশ্য দিবালোকে মসজিদ সহ রাস্তায় মানুষ হত্যা এবং মিডিয়ায় তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের চেষ্টার প্রতিবাদে পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে জনতার ঢল নামে।

প্রধান অতিথি পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল ও প্রধান বক্তা পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি জনতার মেয়র জননেতা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সার্বিক পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন।

প্রথমে বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদমিনার চত্বর থেকে বের হয়ে পলাশবাড়ী শিল্পী হোটেল থেকে পলাশবাড়ী রংপুর বাস স্যান্ড হয়ে পলাশবাড়ী চারমাথায় এসে জনসমুদ্রে রুপ নেয়।

বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান, দেশকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করে বক্তব্য রাখেন অনেকেই, এবং তারা তফসিল ঘোষণা পর্যন্ত রাজপথে থাকারও দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

এবং তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণ’কে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। পলাশবাড়ী সাদুল্যাপুর আসেন বিএনপির নমিনি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।