ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

একটি অসহায় মেয়েকে তার পরিবার খুঁজে পেতে সহযোগিতা করুন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

গতকাল রাত আনুমানিক ৮:৩০ মিনিটে বোয়ালী ইউনিয়নের নলুয়া বাজারের পাকা রাস্তা থেকে এক অপ্রকৃতিস্থ যুবতীকে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও বিট পুলিশ সদস্যরা উদ্ধার করেছেন। উদ্ধারকৃত যুবতী বর্তমানে মানসিকভাবে অসংলগ্ন অবস্থায় রয়েছেন।
তিনি নিজের নাম ফারজানা বলছেন এবং দাবি করছেন যে তাঁর বাড়ি গ্রাম: কাঁকরকান্দী, উপজেলা: নালিতাবাড়ী, জেলা: শেরপুর। তিনি আরও জানান যে, ৩ মাস আগে তাঁর বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) হয়েছে।
যুবতীর কথা ও আচরণ বিবেচনায় তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত করা জরুরি। তাই, তাঁর নিকটতম আত্মীয়-স্বজন বা পরিবারের প্রকৃত সদস্যদের দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
📞 যোগাযোগ:
আব্দুর রহীম
গ্রাম পুলিশ
📍বোয়ালী ইউনিয়ন, কালিয়াকৈর, গাজীপুর
📱 মোবাইল: +8801726782497