মো:মিজানুর রহমান স্টাফ রিপোর্টার । ১৭/৭/২০২৫ বৃহস্পতিবার এ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী (জাতীয় শিশু বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি) অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুর রউফ (ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বিএনপি মির্জাপুর) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী এজাজ খান রুবেল (সহ-সভাপতি উপজেলা বিএনপি মির্জাপুর, টাঙ্গাইল) আব্দুল কাদের, মোঃ জুলহাস মিয়া সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজের এর সহকারী প্রধান শিক্ষক গৌরাঙ্গ বাবু, অন্যান্য শিক্ষক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন,ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজে নানাবিধ সমস্যা বিদ্যমান। যার মধ্যে রয়েছে বিদ্যালয়ের ভবন নির্মাণ, বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট। এসব সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। ময়নাল হক স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, আমি ৬ মাসের জন্য এডহক কমিটির সভাপতি হয়েছি। এই ৬ মাসের মধ্যে আমি বিদ্যালয় এর যথা সম্ভব উন্নয়নের চেষ্টা করে যাব। বিদ্যালয় হতে আমার চাওয়ার কিছু নেই বরং শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে আমি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যেতে চাই। এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি আশা করি আপনারা সকলে এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। আপনাদের সহযোগিতা পেলে ময়নাল হক স্কুল এন্ড কলেজের উন্নয়ন করা আমার জন্য সহজ হবে। সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :