ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

হাতের মেহেদীর রঙ না শুকতেই যৌতুকের বলি হলেন মুক্তা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের প্রতিবন্ধী পিতা ইছার জাকজমক ভাবে তার মেয়ে মুক্তাকে(১৮) তিন মাস পূর্বে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের বাবলু মিয়ার পুত্র রিপন মিয়ার সঙে বিয়া দেন।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মৃত মেয়েকে নিজ বাড়িতে দাফন করতে হল, মুক্তার হাতের মেহেদী না শুকাতেই যৌতুকের বলি হতে হলো বলে পরিবার এর দাবি। নিহত মুক্তার পরিবারের দাবী তার মেয়েকে হত্যা করে ঘরের তীরের সঙে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।

এ বিষয় নিহতের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে বলে জানা যায়।