ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
যুবক অনার্য
হয়তো পথের দাবি আছে
তবু যেতে যেতে মানুষেরা
ফেরার স্বপ্ন নিয়ে বাঁচে
ঘুমন্ত কাঠগোলাপ
জেগে থাকা ফড়িঙের
সুষম সংগী হতে চায়
এসকল উপকথা
আজকাল পেতে পারো
টুপটাপ
শিশুদের কাছে
দিনভর রাত্রি এসে
কড়া নেড়ে গেছে
অচেনা সুন্দরতা
লুকিয়ে রাখছে নিজেকেই
চেনা পৃথিবীতে
আমার উঠোনে ভোর
চরকা কেটেছে রোদ্দুরে
এরকমই ভাবি
দিনশেষে
নক্ষত্রের মতো দিন গুণি
তুমি আসবে না- তাই।
আপনার মতামত লিখুন :