ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা, ১৭ জুলাই ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গাইবান্ধা জেলা যুবদলের আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রাগীব হাসান চৌধুরী। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। খুন, ধর্ষণ, গুম, ছিনতাইসহ নানা অপরাধে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।”
তারা অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

এসময় জেলা যুবদলের নেতাকর্মীসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।