ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদন: গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কৈচড়া গ্রামের মধ্য দিয়ে বাজিতনগর হয়ে সোনাতলা মোকামতলা রাস্তার যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করে ৯নং কামালেরপাড়া ইউপির চেয়ারম্যান ও মেম্বার এর মাধ্যমে রাস্তাটি মেরামতসহ বাঙ্গালী নদীর উপর দিয়ে কাট,লোহা ও সিমেন্টের পোল দিয়ে সরু বীজ তৈরী করে দেওয়া হয়।যার ফলে এলাকার সকল জনসাধারনের যাতায়াত সুবিধা হয়।সরু ব্রিজ নির্মাণের ফলে গ্রামের এক অংশ থেকে অন্য অংশে যাতায়াত সহজ হয়। ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষ সহজেই স্কুল, বাজার, হাসপাতাল ইত্যাদি স্থানে পৌঁছাতে পারে।আগে যেখানে মানুষ নৌকায় পার হতো বা ঘুরে অনেক পথ অতিক্রম করতে হতো, এখন সেই সময় ও কষ্ট অনেকটা কমে গেছিল বলে যানা যায়।উক্ত রাস্তার উপর দিয়ে দৈনিক প্রায় ২৫ থেকে ৩০ হাজার লোক যাতায়াত করে ।এলাকাবাসী বলেন ১৭ই জুলাই সকালে মোস্তফা,আবু তালেব,কবির,ইসলামসহ তাদের লোকজন এসে রাস্তাটি কোদাল দিয়ে কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায়।তাদের দাবী রেকর্ডকৃত জমির মধ্য দিয়ে রাস্তা দিবেনা তারা।রাস্তা কাটার কারণে মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মানুষকে ঘুরে বিকল্প পথে যেতে হচ্ছে,যা সময়সাপেক্ষ ও কষ্টদায়ক।এলাকাবাসীর দাবী অতিসত্তর নদী পারাপারের ব্রীজের রাস্তাটি যাতায়াত উপযোগী করে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :