ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, গাবতলী,বগুড়াঃ
বগুড়ার গাবতলী উপজেলার সদর ইউনিয়নের দাড়াইল বাজার এলাকায় একটি পুরোনো কৃষ্ণচূড়া গাছ হঠাৎ করে ভেঙে পড়ে এক চলন্ত মোটরসাইকেলের ওপর। এ ঘটনায় গুরুতর আহত হন মো. বুলু সরকার নামে এক পথচারী। তবে মোটরসাইকেলচালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ঘটনাটি ঘটে ১৬ জুলাই (বুধবার) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাড়ুয়ামালা ইউনিয়নের অন্তর্গত ছেও মন্ডল পাড়ার মালেক সরকারের ছেলে সাকিল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ দাড়াইল বাজার এলাকায় একটি পুরোনো কৃষ্ণচূড়া গাছ তার চলন্ত মোটরসাইকেলের ওপর ভেঙে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে গেলেও চালক সাকিল অক্ষত থাকেন। তবে পাশে থাকা পথচারী মো. বুলু সরকার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত বুলু সরকারকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, গাছটি দীর্ঘদিন ধরে রাস্তার এক পাশে হেলে ছিল এবং মাঝেমধ্যেই মালবোঝাই বড় গাড়ির সঙ্গে ধাক্কা খেত। দাড়াইল বাজারের ব্যবসায়ীরা জানান, গাছটি রাস্তার ওপর ঝুঁকিপূর্ণভাবে থাকার কারণে ভারী ও উঁচু যানবাহন বাজারে প্রবেশে বাধা সৃষ্টি হতো। গাছটি বড় যানবাহনের ধাক্কায় ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
দূর্ঘটনার খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে।
স্থানীয়রা অভিযোগ করেন, গাছটি সরকারি জায়গায় থাকায় দীর্ঘদিন ধরে কেউ আইনগত বাধার কারণে এটি অপসারণ করতে পারেনি। অবশেষে এই ঝুঁকিপূর্ণ গাছই বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াল।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলোর তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
আপনার মতামত লিখুন :