ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

টেকনাফে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ওবাইদুর রহমান নয়ন,টেকনাফ প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৯:০৩ পূর্বাহ্ণ

টেকনাফে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন । কক্সবাজারের টেকনাফে কোডেক ইউএসএআইডি’র নেচার এন্ড লাইফ প্রকল্প কতৃক “বিশ্ব হাত ধোয়া দিবস” উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০ টায় টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে টেকনাফ এজাহার সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত র্যালী পরিভ্রমণ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী। হাত ধোয়া দিবসের র্্যালী শেষে স্কুল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের অন্যান্য কর্মসূচির সূচনা করা হয়।এসময় ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোয়ার ডেমো দেখানো হয়। ফটো সাইনিং বুথে সাইন করে এবং ছবি তুলানো হয় এরপর ছাত্র-ছাত্রীদের মিলনায়তন কক্ষে হাত ধোঁয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এজাহার বালিকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নারায়ণ দাস, ওয়াশ অফিসার অলি উদ্দিন, লাইভলীহুড ম্যানেজার খাদিজা ইসলাম, এনআরএম ম্যানেজার অসীম বড়ুয়া, গর্ভানেন্স ম্যানেজার নিখিলেষ চাকমা, মনিটরিং এন্ড এভালুয়েশন ম্যানেজার আবুল কালাম আজাদ, হোয়াইক্যং সাইট সমন্বয়কারী নজরুল ইসলাম চৌধুরী। বিশ্ব হাত ধোয়া দিবসের উক্ত কর্মসূচীতে টেকনাফ, হোয়াইক্যং ও শিলখালী সাইটের স্টাফগণ এবং স্কুলের শিক্ষক- শিক্ষীকারা উপস্থিত ছিলেন।