ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কোয়াব নির্বাচনে গোবিন্দগঞ্জে সম্মিলিত পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি:  প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: 

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্মিলিত পরিষদের উদ্যোগে মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়ায় নওরোজ পার্টি সেন্টারে এই সভা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ক্যাবল অপারেটররা অংশ নেন।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন চারমিং ক্যাবল টিভি নেটওয়ার্কের সত্ত্বাধিকারী মো. সানোয়ার হোসেন দিপু। প্রধান আলোচক ছিলেন টিম লিডার এবিএম সাইফুল হোসেন সোহেল। এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ মোশারফ আলী চঞ্চল, মো. শাহিন, মো. রফিকুল ইসলাম কচি, মাহমুদুন নবী পলাশ, আব্দুল্লাহ আল যুবায়ের এরশাদ প্রমুখ।

বক্তারা বলেন, প্যানেলের ৩৩ জন সদস্যকে বিজয়ী করার মাধ্যমে কোয়াবের সকল সমস্যার সমাধান এবং উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। বক্তারা সর্বস্তরের ক্যাবল অপারেটরদের এই প্যানেলকে সমর্থন করার আহ্বান জানান।