ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ মঙ্গলবার (১৫ জুলাই) সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মোঃ মেনাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক এবং বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে গুণগতমান বজায় রেখে উন্নয়ন কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং সরকারি সেবা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :