ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

তিস্তা নদীর তীররক্ষা বাঁধ পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

✒  মাটি মামুন রংপুর : প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ

 মাটি মামুন রংপুর : পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ সংক্রান্ত  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা রেলসেতুর উজানে তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি বাঁধ এলাকার ভাঙন পরিস্থিতি, নদীশাসন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। উপদেষ্টা নদী ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।