ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ নাজমুস সাকিব রাসেল: ১৫ জুলাই ২০২৫, “ন্যাশনাল ইয়ুথ ফোরাম” ঠাকুরগাঁও জেলা’র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবুল হক সোহাগ, হেড অফ প্রোগ্রাম ইএসডিও ও ঠাকুরগাঁও জেলা ন্যাশনাল ইয়ুথ ফোরামের উপদেষ্টা। উক্ত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, ন্যাশনাল ইয়ুথ ফোরাম রংপুর বিভাগ ও সভাপতি ন্যাশনাল ইয়ুথ ফোরাম ঠাকুরগাঁও জেলা। আলোচনা সভায় বিশেষ অতিথি ও প্রধান অতিথি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। “ন্যাশনাল ইয়ুথ ফোরাম” ঠাকুরগাঁও জেলা কমিটির সভায় আগামী ২ বছরের জন্য মোঃ শাকিল আহমেদকে সভাপতি ও মোঃ শাহরিয়ার কবির সবুজ কে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দ ভোটের মাধ্যমে নির্বাচন করেন, এর পর কমিটির বাকি পদ গুলোতে স্বেচ্ছাসেবকদের দ্বায়িত্ব দেওয়া হয়। সাংগঠনিক সম্পাদকঃ জয় বাবু সেন অর্থ বিষয়ক সম্পাদকঃ মোঃ ইসলাম উদ্দীন প্রচার সম্পাদকঃ মোঃ লাইসুর ইসলাম কে সহ বিভিন্ন পদে বিভিন্নজনকে দ্বায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের পর স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে সভাপতি ও সাধারণ সম্পাদকগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সব কার্যক্রম শেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব উক্ত সভাটি সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :