ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি:  প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর ইপিজেড স্থাপনের দাবিতে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গাইবান্ধা চেম্বার অব কমার্স এর সভাপতি ও সদস্যবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, রংপুর ইপিজেড যদি গোবিন্দগঞ্জে স্থাপন করা হয় তবে তা গাইবান্ধা জেলাসহ উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা দ্রুত এই দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।