ঢাকা মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫

এসো ‎আমরা গড়ি দেশ

✒ কলমে, ফরহাদুল ইসলাম জুয়েল: প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ণ

কলমে, ফরহাদুল ইসলাম জুয়েল: ‎ ‎আসলো ওরা দল বেঁধে, বসলো জাতির ঘাড়ে ‎বিবেকটুকু কবর দিলো, রক্ত নদীর পাড়ে, ‎মায়ের বুকের ধনটাকে, গুলির সামনে রেখে ‎আড়াল থেকে মুচকি হাসে, লাশের সারি দেখে। ‎ ‎ক্ষমতার-ই লোভে পরে, নৈতিকতা ভুলে ‎রঙিন পানির নেশায় তারা, আরাম কেদারায় দুলে, ‎রং মহলে নর্তকীদের, নাচ দেখিয়া তারা ‎অপকর্মে লিপ্ত থাকে, দেশের কর্ম সাড়া। ‎ ‎বললে কিছু তাদের নামে, তেড়ে আসে সব ‎ভুলে গেছে মানবতা, ভুলে গেছে রব, ‎বয়স হয়নি ত্রিশ বছর, লম্বা লম্বা বুলি ‎দেশটা না-কি তাদের এখন, তারাই ফুলের কলি। ‎ ‎জনগণের দোহাই দিয়ে, পোটলা ভরা কাজ ‎নাই কোন পেশা তবু-ও, রঙ বাহারি সাজ, ‎লক্ষ টাকার গায়ের জামা, কোটি টাকার গাড়ি ‎বছর ঘুরতে হয়ে গেছে, আলিশান এক বাড়ি। ‎ ‎আমরা হলাম বলির পাঠা, তামসা দেখা কাজ ‎গাঙের জলে ধুইয়া দিছি, বিবেক শরম লাজ। ‎ওরা তো সব সনদ ধারী, বড়ো বড়ো পাশ ‎বুঝে শুনে হিসাব করে, দিচ্ছে তারা বাঁশ। ‎ ‎বলা যায় না ওদের কিছু, তেড়ে আসে চামচা ‎লজ্জা স্থান ঢাকার জন্য, থাকে না আর গামছা, ‎এদের থেকে মুক্তি চাই, চাই সুন্দর পরিবেশ ‎ওরা শুধু মুখেই বলুক, এসো আমরা গড়ি দেশ। ‎