ঢাকা মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসাটির আয়োজনে মাদ্রাসা হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাণীনগর আল আমিন দাখিল মাদ্রাসার সভাপতি মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম। আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শরিফ উদ্দীন মাযহারীসহ অভিভাবকবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :