ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

অভিনন্দন ও শুভেচ্ছা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটিতে গোবিন্দগঞ্জের কৃতিসন্তান সাজাদুর রহমান সাজু পুনরায় সহকারি মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা

জাতীয় পর্যায়ে গৌরবের আরেকটি পালক যোগ হলো গোবিন্দগঞ্জবাসীর মাথায়। দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা*র কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদ এর গতকালের সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে ১নং সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, সাংবাদিক সাজাদুর রহমান সাজু।

তাঁর এই অর্জনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাব হোসেন স্যারের সহধর্মিণী, সংস্থার ট্রাস্টি মিসেস আছিয়া আক্তার ও তাঁর পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা।

একইসাথে সংস্থার সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন,মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম পুনরায় নির্বাচিত হওয়ায় সকলকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এই নির্বাচন গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজের জন্য এক অনন্য গৌরব এবং আগামী দিনে আরও দৃঢ় পদচারণার অনুপ্রেরণা যোগাবে।