মোঃ জাহিদ হোসেন জিমু : রংপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কারবারি আটক। রংপুর জেলা ডিবি’র এসআই ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপি’র ইসলামপুর গ্রামে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের নির্মাণাধীন টোল প্লাজা’র সামনে ১১ জুলাই রাত সোয়া এগারোটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রংপুর মডার্নমোড় থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস, দোয়েল পরিবহনে যাত্রি বেশে সীটে বসা সন্দেহভাজন ২ যাত্রীর দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার সহ ২ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত পোরলগাছা গ্রামের মৃত মজিদুল ইসলাম এর ছেলে শাহারুল ইসলাম (২৮) এবং একই থানাধীন রামপুরা গ্রামের মৃত লুডু মিয়ার ছেলে আপন মিয়া (২১)। রংপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করে আটককৃত আসামীদের জব্দকৃত মালামাল সহ মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :