ঢাকা মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়াঃ
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া ভ্যান-সাইকেল হাট এলাকার পাশে গোপনে পরিচালিত একটি নকল তামাকজাত পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (১২ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, সিগারেট, গুল, কাঁচামাল ও আধুনিক তামাকজাত পণ্য তৈরির মেশিন জব্দ করা হয়। অভিযান শেষে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন:মোঃ তুষার মিয়া (১৯), পিতা: মৃত লাল মিয়া। তিনি রংপুর জেলার গংগাচড়া থানার কামদেব গ্রামের বাসিন্দা।নাইম ইসলাম (২৮), পিতা: মৃত খাইরুল ইসলাম হারুন। তার বাড়ি রংপুরের হারাগাছা থানার জাগরণপাড়া গ্রামে।মোঃ রতন (৩০), পিতা: শফিকুল ইসলাম। তিনি রংপুর জেলার কাউনিয়া থানার মিনাজবাজার এলাকার বাসিন্দা।
মোঃ মিজানুর রহমান ওরফে মটু (৫৫), পিতা: মৃত কমর উদ্দিন বেপারী। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া, বালুয়াহাট এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযান প্রসঙ্গে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত বলেন,
এটি একটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন ধরে নকল তামাকজাত পণ্য তৈরি করে স্থানীয় বাজারসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। জনস্বার্থে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ চলছিল, তবে কেউ প্রকাশ্যে মুখ খুলতেন না। সেনাবাহিনীর এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :