ঢাকা মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়া:
র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল জব্দ করেছে।
১৩ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শাজাহানপুর থানার বনানী এলাকায় অবস্থিত বিটিসিএল মাইক্রোওয়েভ বেতার স্টেশনের মূল ফটকের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মোঃ শামীম মিয়া (২০), পিতা- মোঃ আশরাফ আলী, মাতা-মোছাঃ সাহিদা বেগম, সাং- মইদাম হাজিপাড়া, ইউপি- পাথরডুবি, থানা- ভুরুঙ্গামারি, জেলা- কুড়িগ্রাম। মোঃ লিয়ন মিয়া (২২), পিতা- মোঃ মুসা মিয়া, মাতা- মোছাঃ দুলালী বেগম, সাং- গরুর হাটি মুন্সিপাড়া, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম। বর্তমানে তারা কুড়িগ্রাম সদর থানার কাঠালবাড়ী নেপাদদারগা আদগ্রাম (আবাসন) এলাকায় বসবাস করছিলেন।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ৩টি সিমকার্ড ও নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা বিক্রির সাথে জড়িত এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে এই চক্র পরিচালনা করত।
এই ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :