ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাব-১২ এর অভিযানে গ্রেফতার

✒ আহসান হাবিব শিবলু, বগুড়া প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ

আহসান হাবিব শিবলু, বগুড়া: বগুড়াতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ রকি মিয়া (২২)-কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিএসসি বগুড়া।র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ জুন রাত আনুমানিক ১০টায় শহরের মালতীনগর এলাকায় মোছাঃ মিম আক্তার (১২) নামের এক শিশুকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে রকি মিয়া। ঘটনার সময় ভিকটিম তার বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে একা পড়ে গেলে আসামি মুখ চেপে ধরে তাকে তার নিজ শয়নকক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির বাইরে ফেলে রেখে পালিয়ে যায় আসামি।এ ঘটনায় ভিকটিমের চাচী বাদী হয়ে গাবতলী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৭, তারিখ-১৫/০৬/২০২৫ খ্রিঃ।র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, রকি মিয়া বগুড়া শহরের মালতীনগর শান্তিবাগ এলাকায় আত্মগোপন করে আছে। পরে গত ১৩ জুলাই ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১২ এর দায়িত্বশীল সূত্র জানায়, সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।